প্রকাশিত: 10/01/2020
জাতীয় সংসদ বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন ৯ জানুয়ারী বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্তিকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভূগছিলেন, সম্প্রতি তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউতে) ভর্তি ছিলেন। সেখানে স্ব্যাস্থের অবনতি হলে তাকে লাইফ সার্পোটে নেওয়া হয় এবং অবশেষে ৯ জানুয়ারী রাত ১২ টার দিকে তার মৃতু হয়। ডা. মোজাম্মেল হোসেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবক প্রতিমন্ত্রি ছিলেন এবং দীর্ঘ ৪০ বছর ধরে বাগেরহাট জেলার আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।