ডিমলায় ফেরিওয়ালার তিনমাস কারাদন্ড

ডিমলায় ফেরিওয়ালার তিনমাস কারাদন্ড

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় মাদক বহন করার অপরাধে জাহাঙ্গীর আলম(৩০)নামে এক মাদকসেবী ফেরিওয়ালা যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।কারাদন্ডপ্রাপ্ত যুবক নওগা আনন্দ নগর থানা সদরের মৃত, সিরাজ কবিরাজের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়,শনিবার (১৮-জানুয়ারী) রাত সারে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার এএসআই শাহিন ও সিরাজের নেতৃত্বে সঙ্গীয়ফোর্স উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নে পাকার মাতা নামক ময়দানের পাড় এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে এক পুড়িয়া গাঁজাসহ আটক করেন। সে ওই এলাকায় বিভিন্ন ক্রোকারিজ পন্য এনে ফেরি করে বিক্রি করতেন। পরে খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই আলম সিদ্দিকী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধমে আটককৃত যুবককে তিনমাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, রোববার (১৮-জানুয়ারি) দন্ডপ্রাপ্তকে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

আরও পড়ুন

×