ফুলবাড়ীতে আদিবাসী গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা

ফুলবাড়ীতে আদিবাসী গৃহবধূর  রহস্যজনক আত্মহত্যা

দিনাজপুরের ফুলবাড়ীতে রনজিতা হাঁসদা (২৫) নামের এক গৃহবধূ রহস্যজনকভাবে বিষপানে আত্মহত্যা করেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের আটপুকুরহাটের রামেশ্বরপুর আদিবাসী পাড়ায় ঘটনাটি ঘটেছে।

মৃত রনজিত ওই পাড়ার পরিমল মার্ডীর স্ত্রী। জানা যায়, দীর্ঘ ১০ বছর আগে পরিমলের সাথে রনজিতার বিবাহের বন্ধন হয়। তখন থেকেই সবকিছু ঠিকই ছিলো।

কিন্তু প্রায় সময় সে জ্ঞান হারিয়ে ফেলে কাউকে চিনতে পারতেন না। বাসাবাড়ির সবকিছু উল্টাপাল্টা করে ফেলতেন। পরিমল মার্ডি বলেন, গত শুক্রবার সকাল থেকে তারা বাড়ির পার্শ্ববর্তী মিশনের একটি অনুষ্ঠানে অংশ নেন। কিন্তু সে অনুষ্ঠানে রনজিতাকে যাওয়ার কথা বললে সে বলে, বাসায় কেউ নাই, বাসার গবাদিপশুদের দেখাশুনা করতে হবে।

সেজন্য সবাই অনুষ্ঠানে গেলেও রনজিতা যায়নি। পরে রাত ৯টায় বাসায় এসে দেখেন রনজিতা মাটিতে গড়িয়ে ছটপট করছে। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

তাদের দাম্পত্যজীবনও অনেক সুখের ছিলো। কি কারণে সে আত্মহত্যা করেছে তা বোঝা যাচ্ছে না। রনজিতার মা বাহামুনি সরেন ও ছোটবোন সঙ্গিতা হাঁসদা বলেন, রনজিতার ছোট থেকেই একটু সমস্যা ছিলো।

সে প্রায় সময় সকলকে ভুলে যেতো। অশোভনীয় আচরণ করতো। হয়তো তার আত্মহত্যার কারণও সেটির মধ্যেই কিছু হতে পারে। তার দাম্পত্যজীবন সুখের ছিলো। কোনপ্রকার পারিবারিক কলহ ছিলো না।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, বিষপানে তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনপ্রকার অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×