বেনাপোল সীমান্তে ৪০টি সোনার বারসহ ২ যুবক আটক

বেনাপোল সীমান্তে ৪০টি সোনার বারসহ ২ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে আজ শনিবার সকালে প্রায় সাড়ে ৩ কেজি ওজনের ৪০টি সোনার বারসহ ইকবল (৩০) ও রনি (২৮) নামে দু’যুবক আটক করেছে বিজিবি।

আটক ইকবল বেনাপোলের বড়আঁচড়া টার্মিনাল পাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও রনি একই এলাকার আজিজুল মুন্সীর ছেলে তারা চিহ্নিত চোরকারবারী বলে এলাকার একাধিক সুত্র নিশ্চিত করেছে।

বিজিবি জানায়,গোপন সংবাদে জানতে পারি সোনা পাচারকারীরা সোনার একটি বড় চালান বেনাপোল বাজার থেকে নিয়ে বড়আঁচড়া সীমান্তের দিয়ে ভারতে পাচার করবে।

এধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি গোপনে শনিবার সকালে বড়আঁচড়া টার্মিনাল মোড় এলাকায় অবস্থান নেয়। সোর্সের মাধ্যমে পাচারকারীকে সনাক্তকরে দুই যুবক আটক করে বেনাপোল বাজার বিজিবি ক্যাাম্পের সদস্যরা।পরে ক্যাম্পে নিয়ে এসে তাদের দেহ তল্লাশী করে ৪০টি সোনার বার পাওয়া যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা ৪০টি সোনা বার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,জব্দকৃত সোনার ওজন ৩ কেজি ৪৯৪ গ্রাম। সোনার মুল্য প্রায় ২ কোটি ১৬লক্ষ টাকা।আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

×