কাতারে রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু !

কাতারে রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু !

কাতারে চিকিসাৎধীন অবস্থায় মোহাম্মদ আলী আহমদ (৫৫) নামে এক বাংলাদেশ প্রবাসী মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দোহার হামাদ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

গত রবিবার কর্মরত অবস্থায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে অসাবধানতা বসত পাথরের টুকরা মাথায় পড়লে গুরুতর অসুস্থ অবস্থায় হাপাতালে নিয়ে যাওয়া হয়।

পাঁচ দিন চিকিসাৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। বর্তমানে মরদেহ কাতারের রাজধানী দোহার হামাদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

জানা যায়, দুই যুগেরও বেশী সময় ধরে কাতারের একটি কোম্পানিতে কাজ করতেন। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিন রাজানগর ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড সোনারগাঁও এলাকার মাওলানা ইছহাক আহমদের ২য় ছেলে।

এদিকে আলী আহমদের মৃত্যু সংবাদে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন !

আরও পড়ুন

×