প্রকাশিত: 03/03/2020
রবিবার (১ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন থেকে গরু চুরি করার সময় তাদের হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাদের রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের আন্ন সিকদার পাড়া এলাকার রহমত উল্লাহ’র ছেলে সাহাব উদ্দিন (২৫), মোগলের হাট আশ্রয়ণ কেন্দ্র এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রুবেল (৩০), হোছনাবাদ ইউনিয়নের খীল পাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জাহেদুল আলম (২০), একই এলাকার কবির আহম্মদের ছেলে মোজাম্মেল (২৫)।
তাদের কাছ থেকে ১টি গরু উদ্ধার করা হয়। পরে গরুর মালিক একই ইউনিয়নের কানুরখীল এলাকার দিবস কান্তি সেন গরুটিকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন।
সোমবার (২ মার্চ) সকালে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক মো.মাহবুব হোসেন।
তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা গরু চুরির কথা স্বীকার করেছে। তাদের আদালতের প্রেরণ করা হবে।” স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুর উল্লাহ বলেন, ইদানিং ইউনিয়নে প্রায়ই গরু সহ বিভিন্ন কিছু চুরির ঘটনা ঘটে চলেছে। এই নিয়ে এলাকার মানুষ চরম দুর্দশার মধ্যে পড়ে যায়। পরে রাতে পাহাড়া দিয়ে তাদের ধরা হয়।
মো. জাফর নামে স্থানীয় একজন বলেন, এরা সংঘবদ্ধ একটি চক্র। এরা প্রায়ই এলাকায় এভাবে চুরি-ছিনতাই করে থাকে। এদের উৎপাতে এলাকাবাসী অতিষ্ট। এরা প্রায়ই পুলিশের হাতে গ্রেপ্তার হয়। কিন্তু কিছুদিনের মমধ্যেই আবার বেরিয়ে এসে আবারও চুরি-ছিনতাই চালিয়ে যাবে !