গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার নিরহ্ শিক্ষকের উপর হায়নাদের অতর্কিত হামলা

গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার নিরহ্ শিক্ষকের উপর হায়নাদের অতর্কিত হামলা

গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় দিকে রামু উপাজেলার গর্জনিয়া ফইজুলউলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে শ্রদ্ধেয় প্রান প্রিয় শিক্ষক সামশুল আলম স্যারের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অত্র এলাকার সুশীল সমাজ।

শ্রদ্ধেয় শিক্ষক মাসশুল আলম মহোদয় জানান,গরিব অসহায় দুইজন ছাত্রদের জন্য কক্সবাজার লাইব্রেরী হতে বই এনে দেওয়ার খবর পেয়ে লুভী রাজাকারের বংশধর বদরু মৌলভী আমার উপর ক্ষীপ্ত হয়ে বলে,বই আমার লাইব্রেরী হতে নিতে হবে অন্য কোন লাইব্রেরী হতে বই আনতে পারবিনা,কথা বলতে না বলতে মৌলভী বদরুর বড় ছেলে কায়সার আনিস তৌহিদ সহ বদরু মৌলভী বই গুলো কেড়ে নিয়ে দাক্কা দিয়ে নাজাহাল করে কটু বাসায় গালি গালাজ করে এবং টানা হেছড়া ও মারধর শুরু করে,তখন আমি বলি কি আমার অপরাধ আমার কথা শুন এমন করছো কেন তারা কোন কথা শুনলনা, তখন আমি প্রানের ভয়ে চিৎকার করলে ছাত্র শিক্ষক সহ আশে পাশের গর্জনিয়া বাজারের ব্যাবসীরা এসে হায়নাদের হাত থেকে আমাকে রক্ষা করে।

হাজার হাজার ছাত্র ছাত্রীদের মানুষ গড়ার কারীগর শিক্ষকের হামলা বর্তমান এবং প্রাক্তন ছাত্র ছাত্রীরা কখনো মেনে নেবেনা প্রয়োজনে ছাত্র ছাত্রীরা ন্যায় বিচারের স্বার্থে মানব বন্ধন সহ গন আন্দোলন গড়ে তুলা হবে।

কচ্ছপিয়া ইউনিয়ের আলেম সমাজ,শিক্ষক সমাজ,সমাজ সেবক,দলীয় নেতা সহ সকল শ্রেণীর গন মানুষের দাবী মাটি মানুষের প্রান প্রিয় নেতা শিক্ষক বান্ধব অভিবাবক আলহাজ্ব সায়মুম সরওয়ার কমল এম পি মহোদয়ের কাছে,বর্বর হায়নাদের কঠোর শাস্তির আওতায় আনা হউক,যেন আর কেও শিক্ষকের উপর অন্যায়ের কালো হাত বাড়াতে না পারে

আরও পড়ুন

×