রামগতিতে বিপুল অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার-২

রামগতিতে বিপুল অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার-২

লক্ষ্মীপুরের রামগতিতে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার সকালে উপজেলার রামগতিরহাট বাজারের মিররোডের রায়হান ওয়ার্কশপে র‌্যাব-১১ এর সদস্যরা অভিযান চালিয়ে ওই অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়।

এ সময় কারখানা থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। ওয়ার্কশপের আড়ালে কারখানার একটি কক্ষে অস্ত্র তৈরি করা হতো বলে র‌্যাব জানায়।

এ ঘটনায় তিনটি একনলা বন্দুক, দুটি এলজিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচর এলাকার বাসিন্দা মো. বাবলু (৩২) এবং একই এলাকার মো. আনোয়ার হোসেন (৫৬)।

র‌্যাব জানায়, গোপনে খবর পেয়ে র‌্যাব-১১ এর একটি দল রবিবার ভোরে নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচর এলাকায় অভিযান ।

আরও পড়ুন

×