প্রকাশিত: 16/03/2020
দিনাজপুরের ফুলবাড়ী থানার মাদক বিরোধী অভিযানে গত রবিবার রাত সাড়ে ৯টায় ১৫০ বোতল ফেনসিডিলসহ আসাদ বাবু (৩০) নামের একজনকে আটক করা হয়েছে। এ মামলায় জড়িত খরিজুল ইসলাম (২৪) নামের এক আসামী পলাতক রয়েছে।
আটক আসাদ বাবু উপজেলার কাজীহাল ইউনিয়নের রুদ্রানী গ্রামের বাহারুন মন্ডলের ছেলে ও পলাতক আসামী খারিজুল ইসলাম এলুয়ারী ইউনিয়নের উত্তর জগন্নাথপুরের মৃত মিজানুর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাত ৯টা ৩৫ মিনিটে থানার ওসি ফখরুল ইসলামের নেতৃত্বে এসআই সেকেন্দার আলী ও এএসআই হাসিবুল উপজেলার কাজীহাল দহশতিয়া ফাজিল মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ আসাদ বাবুকে আটক করে।
এতে জড়িত খারিজুল ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ররিবার আসাদ বাবুকে ১৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এতে জড়িত পলাতক খারিজুল ইসলামকে আটকের তৎপরতা অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে গতকাল সোমবার থানার এসআই সেকেন্দার আলী বাদী হয়ে মামলা রুজু করেছেন। যার মামলা নং ১৩।