প্রকাশিত: 18/03/2020
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রেল স্টেশন এলাকায় জান্নাতুল নেছা (৩) নামের এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে নির্মম এই হত্যার ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল রেল স্টেশন পাড়ার তোফাজ্জেল হোসেন টুকুর মেয়ে। কোটচাঁদপুর থানার ওসি মোঃ মাহবুবুল আলম জানান, তোফাজ্জেলের বাড়ির এক পাশে দুলাল নামে এক কাপড় ব্যবসায়ী ভাড়া থাকতো।
তার বাড়ি রাজবাড়ী জেলায়। আছরের নামাজের সময় তোফাজ্জেল নামাজ পড়ে এসে মেয়েকে রা পেয়ে ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে জান্নাতুলকে দুলালের ঘরে জখম অবস্থায় পড়ে থাকতে দেখে।
তিনি আরো জানান, কুপিয়ে শিশুটির ডান হাতের কব্জি আলাদা ও ভুড়ি বের করে দেওয়া হয়। পুলিশ সন্দিগ্ধ ঘাতক দুলালকে গ্রেফতারের চেষ্টা চলছে।
হত্যাকান্ডের কারণ এখনো জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। শিশুটির বাবা তোফাজ্জেল হোসেনের বরাত দিয়ে ওসি আরো জানান, নামাজ পড়ে ফেরার পথে বাড়ির মালিক তোফাজ্জেলের সাথে দেখাও হয় ঘাতক দুলালের।
তখন সে দ্রুত পায়ে হেটে পালিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল। লাশ উদ্ধার করে ময়না দন্তের জন্য কোটচাঁদপুর থানায় নিয়ে রাখা হয়েছে।