কমলনগরে ৪ জেলের কারাদণ্ড

কমলনগরে ৪ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে চার জেলেকে ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার রাত ১১টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার চরকালকিনি এলাকার মৃত আবুল কালামের ছেলে মো. বাবুল (৩২), আওলাদ হোসেন (২০), জাহাঙ্গির আলমের ছেলে মো. নিজাম (১৯) ও মৃত মইনুল ইসলামের ছেলে মো. শরীফ হোসেন।

এর আগে তাদের মেঘনা নদীর মতিরহাট এলাকা থেকে সাত জেলেকে আটক করে কোস্টগার্ড। পরে মো. আতিক (১৩), তারেক (১৫) ও মিলন (১২)’র বয়স কম হওয়ায় মুছলেখা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কমলনগর উপজেলা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো, কালাম হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যার পরে মতিরহাট এলাকায় গোপনে জেলেরা মাছ ধরছে খবর পেয়ে অভিযান দিয়ে সাত জেলেকে আটক করা হয়।

ওই সময় কিছু ঝাটকা ইলিশ একটি ইঞ্জিন চালিত নেীকা জব্দ করা হয়। মাছগুলো এতিমখানায় দেওয়া হয়েছে আর নৌকা জব্দ তালিকায় দেখানো হয়েছে বলে ওই কর্মকর্তা আরও জানান।

আরও পড়ুন

×