মিছিলে না যাওয়ায় ১০ টাকা কেজি চালের কার্ড বাতিল !

মিছিলে না যাওয়ায় ১০ টাকা  কেজি  চালের কার্ড বাতিল !

দলীয় মিছিলে না যাওয়ায় হতদরিদ্র এক যুবকের ১০ টাকা কেজি দরের চালের কার্ড বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঝিনাইদহ সদর উপজেলার বড় কামারকুন্ডু গ্রামের দোস্তর আলীর ছেলে দিনমজুর আশরাফুল ইসলাম এই অভিযোগ করেন।

রাজমিস্ত্রীর যোগালে আশরাফুল জানান, কালীচরণপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বর ইকবাল হোসেন মিছিলে না যাওয়ায় তার ১০ টাকা কেজি দরের চালের কার্ড বাতিল করে সচ্ছল ব্যক্তিকে দিয়েছেন।

বড় কামারকুন্ডু গ্রামে একাধিক সচ্ছল পরিবার এই ১০ টাকা কেজি দরের চালের কার্ডে চাল তুলছে বলে আশরাফুলের অভিযোগ।

১০ টাকা কেজি দরের চালের কার্ড বাতিলের বিষয়টি আশরাফুল স্থানীয় চেয়ারম্যান কৃষ্ণপদ দত্তকে জানালেও কোন প্রতিকার পাননি।

তবে ৩ নং ওয়ার্ডের মেম্বর ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বলেছেন, আমি অন্যায় অবিচার কাজ করি না। আগে আশরাফুল চাল পেয়েছে, এখন অন্য আরেকজন অসহায়কে কার্ড করে দিয়েছি।

তার পরিবারের কেও ১০ টাকা কেজি দরের চাল পান না বলে ইকবাল হোসেন দাবী করেন। তিনি বলেন, আশরাফুল বিএনপি পরিবারের সন্তান হওয়ায় আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ দিচ্ছে।

আরও পড়ুন

×