চাঁদপুরে করোনার অজুহাতে নিত্য পণ্যের দাম বৃদ্ধির অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে করোনার অজুহাতে নিত্য পণ্যের দাম বৃদ্ধির অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আজ বুধবার রাত বিপনীবাগ ও পালবাজার এলাকায় করোনার অজুহাতে নিত্য পণ্যের দাম বৃদ্ধির অভিযোগে চাঁদপুরে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা কররছে ভ্রাম্যমাণ আদালত।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহদুদ জানান, করোনার অজুহাতে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। তাই আমরা মনিটরিং এ নেমেছি। 

তিনি আরো জানান, পাশাপাশি ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দিয়েছি। যদি কেউ নিয়ম না মানে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আর আমাদের মনিটরিং নিয়মিত চলবে।

আরও পড়ুন

×