প্রকাশিত: 22/03/2020
ঝিনাইদহের কালিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে কাদিপুর গ্রামের নূর ইসলামের ছেলে রফিকুল ইসলামের সাথে কামারাইল গ্রামের আক্তার খাঁর নাবালিকা মেয়েকে গতকাল রাতে বাল্যবিবাহ দেওয়া হয়েছে এমন সংবাদ পাওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সহায়তায় ছেলের বাড়িতে গিয়ে বাল্যবিবাহের সত্যতা পাওয়া।
এসময় ছেলের বাবা নূর ইসলামকে ১৫০০/- টাকা এবং মেয়ের চাচা আক্রাম হোসেনকে ২০০০/- টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
সেই সাথে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ে তার পিতার বাড়িতে অবস্থান করবেন মর্মে মুচলেকা নেওয়া হয়।
এছাড়াও করোনা ভাইরাস যাতে সকলের মধ্যে না ছড়াই এই জন্য রাস্তার পাশে ও গ্রাম-গঞ্জের দোকানগুলোতে আড্ডাবাজি না করার জন্য সতর্ক করা হয়।