করোনা নিয়ে তর্ক, ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: 01/04/2020

নিজস্ব প্রতিবেদন :

করোনা নিয়ে তর্ক, ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

আজ বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লায় দেওভোগ আদর্শনগর এলাকায় করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও বন্ধ রাখা নিয়ে তর্কে জড়িয়ে শরীফ হোসেন (২৬) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্থানীয় কয়েকজন যুবক।

নিহত শরীফ আদর্শনগর এলাকার আলাল মাদবরের ছেলে। তিনি আদর্শনগর এলাকায় ইলেকট্রিক ও হার্ডওয়্যার পণ্যের ব্যবসা করতেন।

এঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শরীফ সকালে ইলেকট্রিক ও হার্ডওয়্যারের দোকান খুলে বসেছিলেন।এ সময় স্থানীয় যুবক লিমন, রাব্বি ও শাকিলসহ কয়েকজন এসে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বলেন।

এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে তারা শরীফকে মারধরের পর ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×