প্রকাশিত: 01/04/2020
আজ বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লায় দেওভোগ আদর্শনগর এলাকায় করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও বন্ধ রাখা নিয়ে তর্কে জড়িয়ে শরীফ হোসেন (২৬) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্থানীয় কয়েকজন যুবক।
নিহত শরীফ আদর্শনগর এলাকার আলাল মাদবরের ছেলে। তিনি আদর্শনগর এলাকায় ইলেকট্রিক ও হার্ডওয়্যার পণ্যের ব্যবসা করতেন।
এঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শরীফ সকালে ইলেকট্রিক ও হার্ডওয়্যারের দোকান খুলে বসেছিলেন।এ সময় স্থানীয় যুবক লিমন, রাব্বি ও শাকিলসহ কয়েকজন এসে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বলেন।
এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে তারা শরীফকে মারধরের পর ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।