প্রকাশিত: 04/04/2020
ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটী দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে ওই মাদ্রাসার নাইটগার্ড রকিউল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার সকালে ওই ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করে রকিউল। এ ঘটনায় মাদ্রাসা কমিটির সভাপতি ও সুপারের নেতৃত্বে শনিবার বিকালে জরুরী সভা ডাকা হয়।
সভায় নাইটগার্ড রকিউলের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। রকিউল কালুহাটী গ্রামের মুত মসলেম জোয়ারদারের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় একটি ধর্ষন চেষ্টার মামলা হয়েছে। এলাকাবাসির ভাষ্যমতে, শনিবার ভোর সকালে ষষ্ঠ শ্রেনীর ওই ছাত্রী শিহাব নামে এক প্রাইভেট টিচারের কাছে পড়তে যাচ্ছিলো।
এ সময় রকিউল তাকে ফুসলিয়ে ধর্ষনের চেষ্টা করে। ঘটনা চক্রে কালুহাটী গ্রামের রাশেদুল ইসলাম ও জহির দেখে ফেলে। এরপর ঘটনাটি সারা গ্রাম জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
তবে মাদ্রাসা পরিচালকা কমিটির সদস্য মুক্তার হোসেন জানান, ধীর্ঘদিন থেকেই ওই কিশোরীর সাথে নাইটগার্ড রকিউলের সম্পর্ক ছিল। সম্পর্কের সুবাদেই হয়তো তারা এমন অনৈতিক কাজে জড়িত হতে চেয়েছিলো।