প্রকাশিত: 11/04/2020
ভোলার লালমোহন উপজেলায় জেলেদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগে বদরপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ওমর ফারুক তালুকদারকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার তাকে আটক করে আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার রাতে বদরপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ১৫ বস্তা চোরাই চাল জব্দ করে পুলিশ।
অভিযান পরিচালনা করেন বদরপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মো. রফিকুল ইসলাম পুলিশ নিয়ে শুক্রবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালান।
অভিযানের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকের ঘর থেকে ৪ বস্তা, সুমন ড্রাইভারের ঘর থেকে ৯ বস্তা এবং ইউনিয়ন পরিষদের পাশ্ববর্তী একটি স’মিলের কাঠের ভুসির মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় আরও ২ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ট্যাগ অফিসার বাদী হয়ে যাদের ঘর থেকে চাল পাওয়া গেছে তাদেরসহ চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।