শৈলকুপায় আধিপত্য বিস্তার ও ত্রান দেয়াকে কেন্দ্র করে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

প্রকাশিত: 13/04/2020

ঝিনাইদহ প্রতিনিধিঃ

শৈলকুপায় আধিপত্য বিস্তার ও ত্রান দেয়াকে কেন্দ্র করে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে ১৫  জন আহত

করোনা ভাইরাস সংকটময় পরিস্থিতি মোকাবেলায় ঘরবন্দি দরিদ্র মানুষের জন্য সরকার ত্রাণ বরাদ্ধ দিয়েছে। বরাদ্দের সেই ত্রাণ বিতরণ ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আহতদেরকে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে।

আহতরা হলো, ওই এলাকার আসাদুজ্জামান বকুল, টিপন মোল্লা, ফিরোজ জোয়ার্দ্দার, আশরাফুল ইসলাম, শিমু হোসেন, রিপন মোল্লা, রফিকুল ইসলাম, রেজাউল শেখ, নিশান, লুৎফর ও ইকবলসহ অনন্ত ১৫ জন।এছাড়াও রাশেদ মিয়া, বাবুল মোল্লা, লাল্টু শেখ ও আরিফ জোয়ার্দ্দারের বাড়ীসহ ৫টি বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মতিয়ার রহমান জানায়, সরকারের বরাদ্দকৃত ত্রাণ ইউপি চেয়ারম্যান সামাজিক দলীয়করণ করে বিতরণ করে।

যেকারনে তার সামাজিক হত দরিদ্র পরিবারগুলো ত্রাণ পায়না। তাই পরিবারগুলোতে দেখা দেয় খাদ্যের অভাব । এসময় আমার সমর্থক ইঞ্জিনিয়ার এইচ এম আসাদুজ্জামান বকুল ৪ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এতে ক্ষুব্ধ হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালায়।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু জানান, উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো।

এরই জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে দলীয়করণ করে ত্রাণ দেয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

×