প্রকাশিত: 14/04/2020
ফেসবুকে (সামাজিক যোগাযোগ মাধ্যম) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুটূক্তি করার অভিযোগে মঙ্গলবার দুপুরে পুলিশ উপজেলার চর মেহার এলাকা থেকে মোঃহিমরুল কায়েস রানা (২১) নামে এক ছাত্রশিবির কর্মিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত রানা ওই এলাকার দিলদার হোসেনের ছেলে।রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান,রানা গত ১৭ মার্চ নিজের ফেসবুক আইডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে একটি পোস্ট দেয়।
এ ঘটনায় উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাহ-মোঃরাকিব বাদি হয়ে মঙ্গলবার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রানাকে গ্রেপ্তার করেন।