প্রকাশিত: 21/04/2020
প্রাণঘাতী করোনাভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ হাজার টাকা করে সহায়তা এনে দেওয়ার প্রলোভন দেখিয়ে জনপ্রতি একশ’ থেকে দেড়শ’ টাকা চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে মোংলা বন্দর নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নির্মাণ শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোংলা থানার ওসির কাছে অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, মোংলা বন্দরে কর্মরত ৭ শতাধিক নির্মাণ শ্রমিকদের ট্রেড ইউনিয়ন মোংলা বন্দর নির্মাণ শ্রমিক ইউনিয়ন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এখানকার নির্মাণ শ্রমিকদের কাজ অনেক কমে গিয়ে অনেকটা বেকার হয়ে পড়েছেন।
এ অবস্থায় সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যেক শ্রমিককে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা করে সহায়তা এনে দেওয়ার কথা বলে খরচ বাবদ জনপ্রতি ১শ থেকে দেড়শ’ টাকা করে চাঁদা তোলেন।
গত কয়েকদিন ধরে এভাবে চাঁদা আদায় চললে এক পর্যায়ে কিছু শ্রমিকের মধ্যে এ নিয়ে সন্দেহ দেখা দেয়। পরে ভুক্তভোগী শ্রমিকরা এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত মান্নান ও থানার ওসি ইকবাল বাহার চৌধূরীকে অভিযোগ দেওয়াসহ বিস্তারিত ঘটনা খুলে বলেন।