প্রকাশিত: 30/04/2020
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় যুবলীগ নেতার গোডাউন থেকে ১২০০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। চালগুলো অবৈধ মজুদ করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন।
এদিকে চালের মালিক মদনপুর ইউনিৃয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ভুঁইয়া দাবী অসহায় মানুষকে ত্রাণ দেওয়ার জন্য ওইসব চাল আনা হয়েছে।ফলে বিষয়টি খতিয়ে দেখছেন উপজেলা প্রশাসন।
বুধবার রাতে উপজেলার কেউঢালা এলাকার হায়দার নিট কম্পোজিটের গোডাউনে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওইসব চাল জব্দ করা হয়। এসময় বন্দর থানা পুলিশ উপস্থিত ছিল।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, অবৈধ ভাবে ১২০০ বস্তা চাল মজুদ করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হায়দার নিট কম্পোজিটের গোডাউনে অভিযান চালানো হয়।
বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার বলেন, ‘আমরা ১২০০ বস্তা চাল জব্দ করে গোডাউন সিলগালা করে দিয়েছি। এগুলো কোন সরকারি ত্রাণের কিংবা সরকারি চাল না। কোন বেসরকারি রাইস এজেন্সি থেকে চালগুলো আনা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা হয়নি।