সমুদ্র পথে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা মারা গেছে ১০০ রোহিঙ্গা, অনাহারের শিকার কয়েকশ

প্রকাশিত: 01/05/2020

নিজেস্ব প্রতিবেদন

সমুদ্র পথে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা মারা গেছে ১০০ রোহিঙ্গা, অনাহারের শিকার কয়েকশ

চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশের শরণার্থী শিবির থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে কয়েকশ রোহিঙ্গা। এ যাত্রায় প্রাণ হারায় প্রায় ১০০ জন। সমুদ্রের উপর ভাসমান নৌকায় অনাহারের শিকার হয়েছেন আরো কয়েকশ রহিঙ্গা। ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) এক বিবৃতিতে এমনটা বলা হয়েছে।

ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) বিবৃতিতে অনুসারে, চলতি মাসের শুরুর দিকে কয়েকশ রোহিঙ্গা বাংলাদেশের শিবির ছেড়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে মালয়েশিয়া তাদের গ্রহণ করেনি।

যাত্রাপথে চোরাচালানকারীদের হাতে প্রহার ও অনাহারের শিকার হয়ে ফিরে আসতে বাধ্য হয় তারা। এর মধ্যে সমুদ্রে প্রাণ হারিয়েছেন অনেকে। এ সংখ্যা কত তা নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে এমএসএফ জানিয়েছে, আনুমানিক ১০০ জনের মৃত্যু হতে পারে।

এমএসএফ সংস্থাটি বলেছেন, ফিরে আসা রোহিঙ্গাদের বেশিরভাগের বয়সই ১২ থেকে ২০ বছরের মধ্যে। তাদের অনেকেই নিজে নিজে হাঁটতে পারছিল না। তাদের শরীরে কেবল চামড়া আর হাড় দেখা যাচ্ছিলো। কোনোরকমে বেঁচে ছিল তারা।

আরও পড়ুন

×