প্রকাশিত: 08/05/2020
দিনব্যাপী মাদকবিরোধী অভিযানে ৮ হাজার পিস ইয়াবা এক মটর বাইক সহ গ্রেফতার ২। বৈশ্বিক মহামারী করোনার প্রাদুভারে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত।
কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা কারী বিশেষ টিমের সদস্যরা,
গত ৭ মে ২০২০,ইং তারিখ দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে কক্সবাজার সদর থানার আওতাধীন বিভিন্ন স্থানসহ পৃথক অভিযানে চালানো হয়।
পৃথক অভিযানে আটককৃতরা হচ্ছেন
১সাইফুল ইসলাম ২৫ পিতা- জহিরুল ইসলাম, সাং- কোচপাড়া, চিরিঙ্গা চকরিয়া,তার কাছ থেকে উদ্ধারকৃত ৫.৫০০ পিস ইয়াবা, একটি CBZ, 150 CC , মোটর বাইক সহ।
২ এরফানুল হক ৩২ পিতা- মোঃ নুরুল হক, সাং - ঈদগাঁও পূর্ব লরাবাগ ফজুবাড়ি ২ নং ওয়ার্ড, জালালাবাদ ইউনিয়ন,কক্সবাজার সদর।
তার কাছ থেকে উদ্ধারকৃত ২.৫০০ পিস ইয়াবা সহ আটক করতে সক্ষম হয়। উক্ত ঘটনায় আটককৃত দুইজন সাইফুল ইসলাম ও এরফানুল হককে আসামি করে তাদের দুইজনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় দুইটি পৃথক মাদক আইনে মামলা দায়ের করা হয়।
এবং সেইসাথে উক্ত চলমান মাদকবিরোধী অভিযান সব সময় অব্যাহত থাকবে এমনটি জানিয়ে অভিযানের সত্যতা নিশ্চিত করে, ডে নাইট নিউজ কে বলেন,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, কক্সবাজার জেলার সহকারী পরিচালক সোমন মন্ডল।