মনিরের মৃত্যুতে শোক প্রকাশ

প্রকাশিত: 30/05/2020

সাদিকুর রহমান বিপ্লব

মনিরের মৃত্যুতে শোক প্রকাশ

ছবিতে যেই লোকটিই দেখছেন তিনি মনির ভাই। আমরা একই হাই স্কুল কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। অবশ্য মনির ভাই আমার চেয়ে দুই বছরের সিনিয়র ছিলেন।

খুব ভালো মানুষ ছিলেন মনির ভাই। সবার সাথে সর্বদা হাসি মুখে কথা বলতেন। সেই প্রিয় মানুষটি সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

আমার প্রাইমারী জীবনের অন্যতম এক প্রিয় স্যার নিশ্চিন্তপুর (কালিয়া, সখীপুর, টাংগাইল) গ্রামের মরহুম আক্কেল আলী স্যারের কনিষ্ঠ পুত্র মনির ভাই।তিন ভাইয়ের মধ্যে মনির ভাই ছিলেন সবার ছোট।বড় ভাইও বছর পাঁচেক আগে মারা গেছেন।

গতকাল ২৯/০৫/২০২০ খ্রিষ্টীয় রোজ

শুক্রবার আনুমানিক সন্ধ্যে ০৬টায় মনির ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজীউন।মৃত্যুর কারন হিসেবে জানা গেছে তিনি দীর্ঘ দিন ধরে গলায় টনসিলে ভুগছিলেন।এক সময় টনসেলটি ফেটে যায় এবং তাতে ক্যান্সার ধরা পড়ে। মুলত: ক্যান্সারজনিত কারনেই মারা গেলেন মনির ভাই।

মৃত্যুকালে মনির ভাই রেখে গেলেন তাঁর মেজো ভাই,একবোন,দুই তিন বছরের একমাত্র পুত্র ও স্ত্রী। মনির ভাই কর্মময় জীবনে এলাকায় তিনি একজন বিশিষ্ট কাঠ ব্যবসায়ী ছিলেন।

এভাবে মনির ভাইকে হারাবো ভাবতেই পারিনি।অদ্য সকাল ০৯:৩০ টায় মরহুমের নিজ বাড়ীতে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আল্লাহ যেন মনির ভাইকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন,আমীন।

আরও পড়ুন

×