রাঙ্গুনিয়ায় বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় বলাৎকারের অভিযোগে মো. জুয়েল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হাজারীখীল গ্রামে।

আজ সোমবার (১ জুন ) সকালে একই এলাকার একটি পাঠাগারে এই ঘটনা ঘটে।  ভিকটিম (৮) হাজারীখীল হাফেজিয়া আলতাফীয়া মাদ্রাসার হেফজখানায় পড়ে।

দুপুরে খবর পেয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।  একই সাথে ভিকটিমকেও থানায় নিয়ে আসা হয়েছে।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো. ইসমাঈল হোসেন বলেন," বলাৎকারের বিষয়ে অভিযুক্ত যুবক স্বীকার করেছে।

থানায় ধর্ষন মামলার প্রস্তুতি চলছে। জানতে চাইলে সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর সিকদার বলেন, হেফজখানায় পড়ুয়া ওই ছাত্র স্থানীয় একটি মাঠে খেলছিল।

অভিযুক্ত যুবক ফু্ঁসলিয়ে স্থানীয় একটি পাঠাগারের ভিতর নিয়ে গিয়ে  শিশুটিকে বলৎকার করে। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাঁকে হাতেনাতে ধরে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।

স্থানীয় লোকজন জানান, এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত যুবককে আটক করে জুতার মালা পড়িয়ে এলাকায় ঘুরানো হয়। 

আরও পড়ুন

×