রামগতিতে ভ্রাম্যমান আদালতের অভিযান সাড়ে তিন লাখ চিংড়ি পোনা জব্দ

প্রকাশিত: 02/06/2020

রফিকুল ইসলাম

রামগতিতে ভ্রাম্যমান আদালতের অভিযান সাড়ে তিন লাখ চিংড়ি পোনা জব্দ

লক্ষীপুরের রামগতিতে পিএল বা আহরন নিষিদ্ধ চিংড়ি পোনা জব্দ ও পোনা সংগ্রহ,গণনা এবং পরিবহনের উপকরন ধ্বংশ করেছে ভ্রাম্যমান আদালত।

গত সোমবার (১ জুন) চর রমিজ ইউনিয়নের ওছখালী সহবশে কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ টি ড্রাম ও ৭০ টি পোনা মজুদ এবং গণনার পাত্র ধ্বংশ করা হয়।

একই দিন বিকালে চর বাদাম ইউনিয়নের চৌরাস্তার মোড় এলাকা থেকে দুটি পিকাপে পোনা পরিবহনকালে ২০ টি ড্রাম ভর্তি সাড়ে তিন লাখ পোনা জব্দ করে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

অভিযানে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মোমিনের নেতৃত্বে সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন, সহকারী মৎস্য কর্মকর্তা কামাল হোসেন ও কোষ্টগার্ড সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মোমিন জানান, পরিবেশ প্রতিবেশের জন্য ক্ষতিকর এবং সরকার নিষিদ্ধ চিংড়ি পোনা আহরন কিংবা ব্যবসা কাউকে করতে দেয়া হবেনা। সচেতনতা কার্যক্রম ও অভিযান অব্যহত থাকবে।

আরও পড়ুন

×