কমলনগরে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্বার

প্রকাশিত: 02/06/2020

রফিকুল ইসলাম

কমলনগরে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্বার

কমলনগরে মেঘনায় নদীতে অজ্ঞাত পরিচয় (৩০) এক ব্যাক্তির গলিত লাশ উদ্বার করে কমলনগর থানার পুলিশ ।

গত সোমবার (১জুন)রাতে উপজেলার নবীগঞ্জে এলাকা থেকে লাশটি উদ্বার করা হয়েছে। উদ্বার করা ব্যাক্তির নাম ঠিকানা কিছু পাওয়া যায়নি।

তাহার পরনে ছিল ফুল শাট ও লাল রংঙের হাফ প্যান্ট। বিষয়টি নিন্চিত করেছেন কমলনগর থানা্র পুলিশ।

আরও পড়ুন

×