রাঙ্গুনিয়ায় ঝুলন্ত অবস্থায় এক ব্যাক্তির লাশ উদ্ধার

রাঙ্গুনিয়ায় ঝুলন্ত অবস্থায় এক ব্যাক্তির লাশ উদ্ধার

রাঙ্গুনিয়ায় গাছের সাথে ঝুলানো অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম নজির আহমদ(৫৬)। তিনি হোছনাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড হাজীর টিলা এলাকার মো. সোহাগের ছেলে।

মঙ্গলবার (২জুন) দুপুরে একই ইউনিয়নের নিশ্চিন্তাপুর গুমাই বিলের খালের  পাড় সংলগ্ন একটি জাম গাছ থেকে ঝুলানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবারের দাবি ওই ব্যক্তিকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ বলছে, ময়না তদন্তের প্রতিবেদন পেলে হত্যা না আত্নহত্যা জানা যাবে।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক(এস আই) মো. রাকিবুল ইসলাম  বলেন, জাম গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় লোকটির লাশ উদ্ধার করা হয়।

ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে  লাশ পাঠানো হয়। প্রাথমিক সুরতহালে আত্নহত্যা ধারণা করা হচ্ছে।  তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে বুঝা যাবে হত্যা নাকি আত্নহত্যা।  

জানতে চাইলে হোছনাবাদ ইউপি (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান মির্জা মো. সেকান্দর হোসেন বলেন, সকালে লোকজন খামারে কাজ করতে গেলে গাছের সাথে ঝুলানো অবস্থায় লাশটি দেখে পুলিশকে খবর দেয়।

লাশটি গাছে যেভাবে ঝুলানো রয়েছে এলাকার লোকজন দেখে ধারণা করছেন এটি হত্যা হতে পারে।  

আরও পড়ুন

×