প্রকাশিত: 13/06/2020
রাঙ্গুনিয়া সংগীত জগতে বিশেষ করে কীর্তন শিল্পীদের মাঝে যাঁদের অবদান অপরিসীম ,সেইরকম একজন প্রথীতযশা কীর্তন শিল্পী হলেন উপজেলার পারুয়া ইউনিয়নের সুযোগ্য সন্তান শ্রী অরুন চক্রবর্তী ৷
গত ১০ জুন বুধবার সকালে সকলকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন পন্ডীত প্রবর অরুন চক্রবর্তী মহোদয় ৷
দীর্ঘ কর্মজীবনে তিনি একজন কীর্তন শিল্পী হিসেবে রাঙ্গুনিয়ার আপামর সনাতনী সমাজে চিরস্মরনীয় হয়ে থাকবেন ৷
রাঙ্গুনিয়ার স্বনামধন্য কীর্তনীয়া সম্প্রদায় শ্রী শ্রী রাম সংঘের অন্যতম কীর্তন শিল্পী ছিলেন তিনি ৷
তিনি মৃত্যুকালে স্ত্রী পুত্র কন্যা পুত্রবধু সহ অসংখ্য ভক্তগুনগ্রাহী রেখে যান ৷
একজন সুপ্রসিদ্ধ পন্ডীত ব্যাক্তিত্ব হিসেবেও এলাকায় তাঁর রয়েছে প্রচুর সুখ্যাতি ৷
জীববৎসায় তিনি বহু ধর্মীয় ,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন ৷তিনি একাধারে বাংলাদেশের কীর্তনশিল্পীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ শ্রী শ্রী হরিনাম সোসাইটির সহ সভাপতি ,বাংলাদেশ ব্রাক্ষ্মন সংসদ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সভাপতি ,পারুয়া শ্রী শ্রী শম্ভুনাথ মন্দিরের আজীবন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ৷এছারা পারুয়ার শ্রী শ্রী জগন্নাথ ঠাকুর মন্দির ,শ্রী শ্রী মা জ্বালাকুমারী মাতৃমন্দির ,শ্রী শ্রী মা মগদ্বেশ্বরী মাতৃমন্দিরের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন ৷বাংলাদেশ আওয়ামীলীগ পারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা হিসেবে তিনি অধিষ্টিত ছিলেন ৷রাঙ্গুনিয়ার প্রথীতযশা কীর্তনীয়া দল শ্রী শ্রী জগন্নাথ সম্প্রদায়ের সাবেক পরিচালক ছিলেন এই গুনী ব্যাক্তিত্ব ৷
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক ) রাঙ্গুনিয়া উপজেলা সংসদের সাধারন সম্পাদক এবং বিভিন্ন ধর্মীয় এবং রাজনৈতিক সংগঠক শ্রী মিল্টন চক্রবর্তীর সুযোগ্য পিতা শ্রী অরুন চক্রবর্তী মহোদয় যেমন ছিলেন একজন আদর্শ পিতা ,ঠিক তেমনি ছিলেন সনাতনী সমাজের একজন সচেতন অভিভাবক ৷
প্রথীতযশা এই গুনী ব্যাক্তির মৃত্যুতে রাঙ্গুনিয়ার উপজেলার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তি ,সামাজিক ,সাংস্কৃতিক ,ধর্মীয় এবং রাজনৈতিক সংগঠন গভীর ভাবে শোকপ্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷