রামু সেনানিবাস সংলগ্ন এমপি চেকপোস্টে সিএনজি তল্লাশি করে ইয়াবা উদ্ধার

প্রকাশিত: 28/06/2020

ইমরান উদ্দিন

রামু সেনানিবাস সংলগ্ন এমপি চেকপোস্টে সিএনজি তল্লাশি করে ইয়াবা উদ্ধার

আজ ( শনিবার) ২৭ জুন ২০২০ তারিখ ১৯৪০ ঘটিকায় রামু সেনানিবাসের এসএসডি এমপি চেক পোষ্টে কর্তব্যরত মিলিটারী পুলিশ সদস্য কর্তৃক মরিচ্যা থেকে রামুগামী  একটি সিএনজি তল্লাসী করে ৯০০০ (নয় হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সিএনজি চালক নজি আলম, পিতাঃ মৃত মোজাফর, গ্রামঃ তেচ্ছপুর, পোস্ট: রামু, থানাঃ রামু, জেলাঃ কক্সবাজার'কে আটক করা হয়।

সেনানিবাস সূত্রে জানা যায়, রামু- মরিচ্যা রোডে গমনাগমনকারী সকল যানবাহনসমূহ সেনাবানিবাস সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় দুইটি চেকপোস্টে কর্তব্যরত মিলিটারী পুলিশ সদস্য কর্তৃক নিয়মিতভাবে তল্লাশি করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় মরিচ্যা হতে রামুগামী সিএনজি তে তল্লাশি চালিয়ে মিলিটারী পুলিশ সদস্যরা উল্লেখিত সংখ্যক ইয়াবা  উদ্ধার করে। 

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মিলিটারী পুলিশ কর্তৃক আসামী কে আটককৃত সিএনজি ও ইয়াবা সহ রামু থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামী দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। উক্ত বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×