প্রকাশিত: 28/06/2020
ঝিনাইদহে মহাসড়ক থেকে চাঁদাবাজির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদরের ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মনু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও চান্দু মিয়ার ছেলে তারা মিয়া (৪৫)।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সদরের ডাকবাংলা এলাকায় রাস্তায় গাড়ি ঠেকিয়ে শ্রমিকদের নামে চাঁদা তোলা হচ্ছে ভোলা জেলার এক ট্রাক ড্রাইভারের এমন লিখিতে অভিযোগে রাতে অভিযান চালানো হয়।
এসময় হাতে নাতে জাহাঙ্গীর আলম ও তারা মিয়া নামের ২ জনকে গ্রেফতার করা হয়। পালিয়ে যায় আরও ২ জন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।।