রাঙ্গুনিয়ায় মাদক সহ ২ জনকে গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় মাদক সহ ২ জনকে গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।তাদের নাম শহীদুল ইসলাম (৫০) ও আবদুর রহমান(৪৩)।তাঁদের বাড়ি উপজেলার সরফভাটা ইউনিয়নে।

শনিবার (২৭ জুন) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে সরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তাঁদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার(২৮ জুন) সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাঙ্গুনিয়া থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) এম মকছুদ আহমদ বলেন,’ গোপন সংবাদে অভিযান চালিয়ে শহীদুল ইসলাম ও আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

এসময় শহীদুল ইসলামের হাতে থাকা থলের ভিতর ১ কেজি গাঁজা এবং পড়নের লুঙ্গির মধ্যে ৩০ পিস ইয়াবা বড়ি এবং আবদুর রহমানের হাতে থাকা আরেকটি থলের ভিতর চারশত গ্রাম গাঁজা এবং ২২ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকগুলো বিক্রির জন্য এনেছেন বলে জানান ৷তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে ৷

আরও পড়ুন

×