প্রকাশিত: 30/06/2020
বাল্যবিবাহ দেবার অপরাধে বরকে ১৫ হাজার ও মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করলেন ইউএনও।
ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সুবর্ণা রানী সাহা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, কালিগঞ্জ ৪নং নিয়ামতপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল আলিমের নাবালিকা মেয়েকে প্রায় ১ মাস আগে বাল্যবিবাহ দেওয়া হয়েছে।
২৯-০৬-২০২০ সোমবার আনুষ্ঠানিকভাবে মেয়েকে বরের বাড়িতে পাঠানো হচ্ছে বা তুলে দেয়া হচ্ছে বলে অভিযোগ পান।
সংবাদ পাওয়ার সাথে সাথে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ নরেন্দ্রপুর আব্দুল আলিমের বাড়িতে গিয়ে কালিগঞ্জের ইউএনও সুবর্না রানী সাহা হাজির হন।
তিনি সেখানে পৌঁছে বাল্যবিবাহের সত্যতা পান।মেয়ের বাবার বাড়ীতে মোবাইল কোর্ট বসিয়ে।এসময় বর মোঃ জুয়েলকে কে ১৫০০০/- টাকা এবং মেয়ের বাবাকে ৫০০০/- টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ে তার পিতার বাড়িতে অবস্থান করবে মর্মে মুচলেকা নেওয়া হয়েছে বলে সত্যতা পাওয়া যাই।