দিনাজপুরের ফুলবাড়ীতে পটলের ফসলের গোড়া কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

দিনাজপুরের ফুলবাড়ীতে পটলের ফসলের গোড়া কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

গত সোমবার (২৮ জুন) দিবাগত রাতে উপজেলার শিবনগর ইউনিয়নের দেবীপুর গ্রামের এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সোমবার বিকালে ফুলবাড়ী থানায় অভিযোগ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মহিবুল সরদার জানান, ১১ শতাংশ জমিতে জালি দিয়ে বাণিজ্যিকভাবে পটলের ফসল চাষ করেছিলেন। এক সপ্তাহ পরেই জমি থেকে সপ্তাহে একদিন পরপর তিন থেকে চার মণ পটল তোলার যোগ্য হয়েছিল।

প্রতি মৌসুমে এই জমি থেকে প্রায় ৫০ হাজার টাকার পটল বিক্রি করা যেত। কিন্তু কে বা কাহারা রাতের আঁধারে জালির সবগুলো গাছের গোড়া (শিকড়) কেটে ফেলেছে।

দোষীদের খুঁজে আইনানুগ ব্যবস্থাগ্রহণের বিষয়ে গত সোমবার বিকালে থানায় অভিযোগ করেছি। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×