না ফেরার দেশে অর্থমন্ত্রী ড. ওয়াহিদুল হক

প্রকাশিত: 04/07/2020

নিজস্ব প্রতিবেদন :

না ফেরার দেশে অর্থমন্ত্রী ড. ওয়াহিদুল হক

না ফেরার দেশে চলে গেলেন কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক, বিশিষ্ট অর্থনীতিবিদ ও এইচএম এরশাদের শাসনামালের অর্থমন্ত্রী ড. ওয়াহিদুল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাইজুন)।

গতকাল শুক্রবার ড. ওয়াহিদুল হকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৭ বছর।

উল্লেখ্য, ১৯৮৮ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯০ সালের মে মাস পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন ড. ওয়াহিদুল হক।ড. ওয়াহিদুল হক ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। 

আরও পড়ুন

×