রাঙ্গুনিয়ায় ৪৪০ লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় ৪৪০ লিটার চোলাই মদসহ একজন গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায়  পাচারকালে ৪৪০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  তাঁর নাম নেজাম উদ্দিন।  বাড়ি রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার নারাংগিরি  এলাকা। আজ রোববার(৫ জুলাই) ভোররাতে রাঙ্গুনিয়া উপজেলার  চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচু বাগান ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মদসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।  জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) মো. মাহবুব হোসেন  বলেন, নারাংগিরি এলাকা থেকে নৌকায় করে কর্নফুলি নদী পাড় হয়ে চট্টগ্রাম শহরে পাচার করতে গাড়ির জন্য অপেক্ষা করছিল  নেজাম উদ্দিন। পুলিশ খবর পেয়ে  মদ জব্দ করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন।  

আরও পড়ুন

×