উখিয়ায় বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা নিহত

প্রকাশিত: 09/07/2020

নিজস্ব প্রতিবেদন :

উখিয়ায় বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলায় বিজিবি সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দাবি, নিহত রোহিঙ্গা ৩ যুবক ইয়াবাকারবারি ছিলেন। বন্দুকযুদ্ধে নিহতরা হলেন, নুর আলম (৪৫), মো. হামিদ (২৫) এবং নাজির হোসেন (২৫)।

গতকাল বুধবার রাত পৌনে ৪টার দিকে উখিয়া উপজেলার রাজপালং ইউনিয়নের জলিলের গোদা নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিপিএম জানান, গোপন খবর পেয়ে বিওপির সদস্যদের নিয়ে  ভোরে পাচারকারী দলের গতিরোধ করতে চাইলে বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে তারা।

বিজিবি সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।পরে ঘটনাস্থল থেকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে তিন লাখ পিস ইয়াবা, দুটি পাইপগান, পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৯ কোটি টাকা।

আরও পড়ুন

×