হাতিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশিত: 16/07/2020

নিজস্ব প্রতিবেদন :

হাতিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. বাহারউদ্দিন (৪৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আটক করা হয়েছে আরও চারজনকে।

র‌্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালীরচর গ্রামের সূর্যমুখী খালে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় র‌্যাবের হাতে আটককৃতরা হলেনঃ- কালিয়াকান্দি থানার মো. শান্ত শেখ (২০), মো. ইউসুফ (৩৫),  আলাউদ্দিন (৪০), মো. মুরাদ (৩০)।

র‌্যাবের জানিয়েছে, নিহত মো. বাহারউদ্দিন জলদস্যুর কমান্ডার। তিনি হাতিয়া উপজেলার কালীরচর গ্রামের শাহ আলমের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে ছয়টি একনলা বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, সব আলামতসহ নিহত জলদস্যুর মরদেহ পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন

×