প্রকাশিত: 21/07/2020
লক্ষীপুরে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে ন্যাশনাল ইট ভাটার পাশে সরকারি বেড়িবাঁধের জমি দখল করে পাকা দোকান ঘর নির্মাণ করছে স্থানীয় এক প্রভাবশালী ব্যাক্তি।
বেড়িবাঁধের আশ-পাশের স্থানীয় কয়েক জনের সঙ্গে কথা বলে জানা গেছে, চররুহিতা ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন রিপন সরকারি বেড়িবাঁধের দুই শতক পরিত্যাক্তত জমি দখল করে একটি পাকা দোকান ঘর নির্মাণের কাজ করছেন।
জানতে চাইলে অভিযোগ স্বীকার করে জসিম উদ্দিন রিপন বলেন, আমি একা না এলাকার অনেকেই বেড়িবাঁধের জমি দখল করে দোকান, মার্কেট ও বাড়ি ঘর নির্মাণ করছে।
আমি আমার জমির সামনে সরকারি জমিতে দোকান নির্মাণ করছি। সরকার চাইলে আবার ভেঙ্গে ফেলবো। লক্ষীপুর বাপাউবোর, নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ বলেন, সরকারি জমিতে অবৈধ ভাবে পাকা ঘর নিমার্ণ করা সম্পূর্ণ বেআইনি কাজ।
তবে ওই বেড়ি বাঁধটি আমাদের অধীনে না। বেড়িবাঁধটি চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের অধীনে। জানতে চাইলে, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ পরিচালক ফারভেজ বলেন,যারা দোকান গুলো নির্মাণ করেছেন, তাদের কোনো কাগজপত্র নেই।
অবৈধভাবে তারা সরকারি জায়গা দখল করছে। সরোজমিনে গিয়ে তদন্ত করে রিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।