প্রকাশিত: 22/07/2020
লক্ষীপুরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে পল্লী বিদ্যুতের দালাল আব্বাছ। লক্ষীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নেয়র রয়ার গোজার নামক স্থানে পল্লী বিদ্যুতের নতুন লাইন নির্মাণ ও সংযোগ দেয়ার নামে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে এলাকার ভূক্তভুগিদের কাছ থেকে জানা যায়, রয়ার গোজায় সরকারীভাবে বিদ্যুৎ লাইন নির্মাণ করা হচ্ছে। এ সুযোগকে কাজে লাগিয়ে এলাকায় পল্লী বিদ্যুতের দালাল হিসেবে পরিচিত আব্বাছ এসব টাকা হাতিয়ে নেয়।
ভূক্তভোগি মো. জহির বলেন, প্রায় দুই বছর আগে আব্বাছ বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে আমার কাছে আট হাজার টাকা দাবি করলে আমি তাকে তিন হাজার টাকা দিই। সে এখন আবার আমার কাছে আট হাজার টাকা দাবি করছে।
ভূক্তভোগিদের মধ্যে কবির, খোরশেদ আলম, উসমান, সোহেল, জহির, ফিরোজ, লকিয়ত উল্লাহ, মিলন সহ আরও অনেকেই জানান, বিদ্যুৎ সংযোগের কথা বলে তাদের কাছ থেকে সাত হাজার টাকা করে নেয় দালাল আব্বাছ। এখন আবার নতুন করে টাকা দাবি করছে।
টাকা নেয়ার পরেও আমাদের বিদ্যুৎ সংযোগ না দিয়ে নানান তালবাহানা করছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ স্বীকার করে আব্বাছ বলেন, আমি ঠিাকাদার তাজুকে ২৫ হাজার টাকা দিয়েছি, এত টাকা নেয়নি।
লক্ষীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (জিএস) এমায়েত হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করার জন্য সমিতির সহকারী প্রকৌশলী ওমর ফারুককে দায়িত্ব দেওয়া হয়েছে।