প্রকাশিত: 26/07/2020
রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: ছৈয়দ করিম আর নেই।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শনিবার বেলা ১২ টায় কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মো. ছৈয়দ করিম (৫৪) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মরহুম ছাবের আহমদ সওদাগরের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে রেখে গেছেন।
শনিবার বাদে মাগরিব রামু কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন-ফতেখারকুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম, কক্সবাজার জেলা শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা আবদুল হালিম, মরহুমের ভাই ছৈয়দ কাছিম ও বড় ছেলে আরিয়ান।