ডিমলায় পূর্ব শত্রুতার জেরে বসত ভিটায় আগুন

ডিমলায় পূর্ব শত্রুতার জেরে বসত ভিটায় আগুন

নীলফামারীর ডিমলায় পূর্ব শত্রুতার জের ধরে এক অসহায় পরিবারের বসত ভিটায় আগুন দিয়েছে র্দূবৃত্তরা, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী অসহায় পরিবার।

ঘটনাটি ঘটেছে উপজেলার ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া ভাটিয়াপাড়া এলাকার পশ্চিম পার্শ্ববর্তি গ্রামে। অভিযোগের সুত্রে জানাযায়, উক্ত গ্রামের মৃত শিতা নাথ রায়ের ছেলে বিশ্ব নাথ রায়ের সাথে প্রতিবেশী মৃত প্রনাথ চন্দ্র রায়ের দুই ছেলে শ্রী সুবাস চন্দ্র রায় ও শ্রী নিপিন চন্দ্র রায়ের সাথে পৈত্রিক জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ এবং শত্রুতা চলে আসছে।

ইতো পূর্বে পৈত্রিক জমি জায়গার বিষয়ে বিশ্ব নাথ রায়ের সাথে শ্রী সুবাস চন্দ্র রায় ও শ্রী নিপিন চন্দ্র রায়ের মাঝে মারপিটের ঘটনায় স্থানীয় শালিশের মাধ্যমে মিমাংসা হয়।

সেই পূর্ব শত্রুতার জেরে গত ২৭ জুলাই-২০২০ ইং রোজ সোমবার দিন গত রাত আনুমানিক ১১ টার সময় বিশ্ব নাথ রায় বাড়িতে না থাকার সুযোগে শ্রী সুবাস চন্দ্র রায় ও শ্রী নিপিন চন্দ্র রায় সহ তার দলবল নিয়ে বিশ্ব নাথ রায়ের বসত বাড়িতে লাগানো আগুনে ১টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়, আগুনে ঘরটিতে থাকা ছাগল ও ৫ বস্তা ধান পুড়ে ছাই হয়।

অভিযোগের সুত্রে সরেজমিনে গিয়ে ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় সব মিলে প্রায় ১লক্ষ ২০ হাজার টাকা ক্ষতি সাধন হয় বলে ভুক্তভুগী পরিবার জানান।

এ বিষয়ে বিশ্ব নাথ রায়ের স্ত্রী বুলবুলী রানী রায় বাদী হয়ে শ্রী সুবাস চন্দ্র রায় ও শ্রী নিপিন রায়কে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ ২৮/০৭/২০২০ দাখিল করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিমলা থানার এ.এস.আই আব্দুল লতিব জানান, ঘটনার বিবরণ দিয়ে বুলবুলি রানী রায় একটি লিখিত অভিযোগ করেছে, তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

আরও পড়ুন

×