প্রকাশিত: 15/08/2020
লক্ষীপুরে অগ্রীম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বাজারজাত করার অভিযোগ উঠেছে মধুবন বেকারির বিরুদ্ধে। লক্ষীপুরের বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায় মধুবন বেকারির উৎপাদিত পণ্যেগুলোর গায়ে অগ্রীম তারিখ লেখা রয়েছে। ১৩ই আগস্ট ডেলিভারি দেওয়া মধুবনের ফ্যামিলী কেকের গায়ে উৎপাদন তারিখ লিখা রয়েছে ১৬ ই আগস্ট আর মেয়াদ উত্তীর্ণের তারিখ ২৩ আগস্ট। আবার একই পণ্যের উৎপাদন তারিখ এক হলেও মেয়াদ উত্তীর্ণের তারিখ ভিন্ন ভিন্ন।
এভাবেই অগ্রীম উৎপাদন তারিখ দিয়ে পণ্য বাজার জাত করে ভোক্তাদের সাথে প্রতারণা করছে মধুবন বেকারি নামের এই প্রতিষ্ঠান টি। ওসমান মোর্শেদ নামের একজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ১৪ ই আগস্ট (বৃহস্পতিবার) আমি সামাদ রোড়ের একটি কনফেকশনারি থেকে মধুবন এর এক প্যাকেট কেক কিনি কিন্তু প্যাকেটের গায়ে দেখি উৎপাদন তারিখ লিখা রয়েছে ১৬ আগস্ট। এতে করে আমরা প্রতারণার শিকার হচ্ছি।
এবিষয়ে জানতে চাইলে একাধিক দোকানদার এই প্রতিবেদককে বলেন, এই কেক গুলো গত তিন দিন আগেই আমাদের কে দিয়ে যায়। আমরা অনেক সময় কাজে ব্যাস্ত থাকি তাই এভাবে ডেট দেখা সম্ভব হয় না। এতে করে অনেক সময় ক্রেতাদের সাথে আমাদের কথা কাটাকাটি ও হয়। এবিষয়ে জানতে চাইলে অভিযোগ স্বীকার করে মধুবন বেকারি র ম্যানেজার শ্যামল বাবু বলেন, এটা আমাদের ভূল হয়েছে। বিষয়টি আমরা দেখবো। অগ্রীম তারিখের পন্য গুলো আমরা মার্কেট থেকে তুলে নিবো।