প্রকাশিত: 16/08/2020
সিলেটে আবারও জঙ্গি আতষ্ক দেখা দিয়েছে। নব্য জেএমবির সামরিক শাখার ৫ সদস্য গ্রেফতারের পর এই আতষ্ক আরো বেড়েছে। নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
হজরত শাহজালাল (রহ.) মাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সাংগঠনিক শক্তি বাড়ানো কিংবা আত্মগোপনে থাকার জন্য সিলেটকেই বেছে নেয় জঙ্গিরা। সিলেটের মানুষ ধার্মিক হওয়ার কারণেই তাদের সঙ্গে মিশে গিয়ে জঙ্গিরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে।
গত সোমবার সিলেট থেকে আটক করা হয়েছে ৫ জঙ্গিকে। তারা সবাই নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। আইএসের নজর কাড়তে তারা ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল (রহ.) মাজারে বোমা হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু পুলিশের নজরদারির কারণে মিশন ব্যর্থ হয়।
এছাড়া কয়েক মাস আগে সিলেটের আরামবাগ এলাকার একটি বাসা থেকে ওই সংগঠনের আরো ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল।
সিলেটের সাম্প্রতিক জঙ্গি তৎপরতা সম্পর্কে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোর্তিময় সরকার জানিয়েছেন, সিলেটে জঙ্গি তৎপরতা রুখতে মহানগর পুলিশ কাজ করছে। মাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রয়েছে। পাশাপাশি সিলেটে অন্য কোনোভাবে জঙ্গি তৎপরতা চলছে কী না- সেদিকেও নজরদারি রাখা হচ্ছে।
তিনি আরও জানান, সিলেটে জঙ্গিরা বারবার এসে অবস্থান নিয়েছে। কিন্তু অবস্থান শক্ত করার আগেই তারা গ্রেপ্তার হয়েছে। এর ধারাবাহিকতায় এবারো গ্রেপ্তার হলো নব্য জেএমবির ৫ সদস্য।