নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, ১ লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ

প্রকাশিত: 17/08/2020

নিজস্ব প্রতিবেদন :

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, ১ লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ

আজ সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদক প্রাচার কারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তবে ঘটনাস্থল থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির উপ-পরিচালক মো. তাজমিলুর ইসলাম।

তিনি জানান, কতিপয় ইয়াবা বিক্রেতা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে আমতলী মসজিদের পাশে পাহাড়ের ঢালুতে অবস্থান নেয় বিজিবি।বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তাদের দলকে লক্ষ্য করে গুলি শুরু করে।
 
এ সময় আত্মরক্ষাতে বিজিবিও পাল্টা গুলি করলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

 

আরও পড়ুন

×