রাবি ভিসি-প্রোভিসির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: 20/08/2020

নিজস্ব প্রতিবেদন :

রাবি ভিসি-প্রোভিসির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি অধ্যাপক ড. আব্দুস সোবহান ও প্রো-ভিসি অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। 

ভিসি ও প্রোভিসির বিরুদ্ধে শুনানি করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন (ইউজিসি)।ইউজিসি কার্যালয়ে এই শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৭ই সেপ্টেম্বর।

তদন্ত কমিটি জানিয়েছে, আগামী মাসের ১৭ই সেপ্টেম্বর এসব অনিয়ম নিয়ে শুনানি করা হবে। শুনানির পর তদন্ত কমিটির সুপারিশ ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয় বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেবেন।

তাদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে রাবি প্রশাসনের দুর্নীতি, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, অযোগ্যদের গণহারে গুরুত্বপূর্ণ পদে বসানো ও নিয়োগ করা এবং নিজে প্রতারণামূলকভাবে অবসর গ্রহণের পর অবসরের সব সুবিধাদি তুলে আবার ভিসির পদে অসীন হওয়া ইত্যাদি।।
 

আরও পড়ুন

×