রাঙ্গুনিয়ায় পরিকল্পিত ভাবে খুন হলো চা দোকানি মো .জাফর

রাঙ্গুনিয়ায় পরিকল্পিত ভাবে খুন হলো চা দোকানি মো .জাফর

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজের চায়ের দোকানের পাশে পড়ে ছিল চা-দোকানি এক যুবকের লাশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের দক্ষিণ খণ্ডলিয়াপাড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, পরিকল্পিতভাবে ওই দোকানিকে খুন করা হয়েছে৷

নিহত ওই চা-দোকানির নাম মো. জাফর (৩৫)। তিনি একই গ্রামের মো. নুরুচ্ছফার ছেলে

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ খণ্ডলিয়াপাড়ায় চায়ের দোকান চালাতেন মো. জাফর। তিনি রাতে দোকানে থাকতেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতের কোনো একসময় তাঁকে খুন করে দোকানের পাশে লাশ ফেলা রাখা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, পরিকল্পিতভাবে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। সুরতহালে দেখা গেছে, তাঁর ঘাড় থেকে কানের গোড়া পর্যন্ত আঘাতের চিহ্ন।

ধারালো অস্ত্র দিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলা করতে আসেননি। মামলা হলে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।


 

আরও পড়ুন

×