ফেসবুকে সাকিব কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য : ৬ জন নজরদারিতে

প্রকাশিত: 22/08/2020

নিজস্ব প্রতিবেদন :

ফেসবুকে সাকিব কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য : ৬ জন নজরদারিতে

বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়েকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ইতোমধ্যেই সন্দেহভাজন ৬ জনের ফেসবুক আইডি নজরদারিতে রাখা হয়েছে।

আজ শনিবার পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম।

নাজমুল ইসলাম বলেন, যেহেতু কুরুচিপূর্ণ মন্তব্যগুলো ফেসবুকের আইডি দিয়ে করা, তাই আইডিগুলোর পেছনে কারা রয়েছেন, তাদের আমরা ধরতে চাচ্ছি। সে কারণে আইডিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা বলেন, আইডিগুলো ফেক হতে পারে, আবার কাউকে ফাঁসানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। সবদিকই আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমরা পদক্ষেপ নিচ্ছি।

আরও পড়ুন

×