উপজেলা ছাত্রলীগের সভাপতি ইয়াবাসহ আটক

প্রকাশিত: 25/08/2020

নিজস্ব প্রতিবেদন :

উপজেলা ছাত্রলীগের সভাপতি ইয়াবাসহ আটক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ খান মামুনকে ইয়াবা ও ছুরিসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গতকাল সোমবার রাতে সদর উপজেলা থেকে ইয়াবা ও ছুরিসহ হাতেনাতে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ও একটি ছুরি উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। তিনি জানান, গোপন সংবাদের বিতিত্বে ডিবি পুলিশ সোমবার মধ্যরাতে বানিয়াচং উপজেলা সদরে অভিযান চালায়। এ সময় স্থানীয় বাজারে একটি দোকান থেকে মামুনকে ইয়াবা ও ছুরিসহ আটক করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার করা হবে।

আরও পড়ুন

×