প্রকাশিত: 27/08/2020
নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মোঃ দেলোয়ার হোসেন (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।
আজ বৃহস্পতিবার সকালে রায়পুরা পৌর এলাকার তাত্তাকান্দা গ্রামের অব্দুস সাত্তার ও রতন মোল্লার সমর্থিতদের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আব্দুস সাত্তারের সমর্থিত। আহতরা হলেন রতন মোল্লার সমর্থিত সাগর, সোহান, শাকিল ও শাকিব এবং সাত্তারের সমর্থিত ধন মিয়া ও মতিউর রহমান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার এস আই কাজী ইকবাল।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উভয়পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধে চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার উভয়পক্ষের হামলা ও থানায় মামলা হয়েছে। এরই জের ধরে আজ বৃহস্পতিবার সকালে পুনরায় উভয়পক্ষ সংঘর্ষে জরিয়ে পড়লে এ ঘটনা ঘটে।